আসসালামু আলাইকুম! আশাকরি সবাই অনেক অনেক ভালো আছেন। পাসপোর্ট সেবা ব্লগে আপনাকে স্বাগতম। আমরা আজ নতুন একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো।
আপনারা ইতোমধ্যে জানেন যে, আমাদের এই ব্লগে বিভিন্ন ধরনের টেক রিলেটেড পোস্ট শেয়ার করা হয়ে থাকে। তবে আজকের পোস্টটি একটি ব্যতিক্রমি। কারণ আমরা আজ একটি সদ্য রিলিজ হওয়া গানের লিরিক্স নিয়ে পোস্ট করবো।
আশাকরি আমাদের আজকের পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের আজকের পোস্টের মুল বিষয় হলো “পাগলপারা বাংলা গান লিরিক্স Avraal Sahir - Pagolpara New Avraal Sahir Song Lyrics”
গানের কপিরাইট ক্রেডিট:
- Song: Pagolpara ( পাগলপারা )
- Singer: Avraal Sahir & Abanti Sithi
- Lyrics: Abraham Tamim
- Tune, Music and Programming: Avraal Sahir
- Mix & Master: N/A
- Label: Sultan Entertainment
- Release Date: 12-12-2023
🔔প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।
পাগলপারা আভরার শাহির গান লিরিক্স
আমার মতো এতটা ভালো বাসবে তোমায় আর কে বলো
আমার মতো এতটা ভালো বাসবে তোমায় আর কে বলো।
তোমারি হাসিতে ঝুলেছি ফাঁসিতে
তোমারি হাসিতে ঝুলেছি ফাঁসিতে
খেয়েছে মনটা ধরা।
তোমার প্রেমে দিলাম সাড়া
রিদয় আমার পাগল পারা।
তোমার প্রেমে দিলাম সাড়া
হৃদয় আমার পাগল পারা।
স্বপ্ন আমার সত্যি হলো যখন তোমার মনটা ছুলো
স্বপ্ন আমার সত্যি হলো যখন তোমার মনটা ছুলো
জীবনে মরণে জনমে জনমে
জীবনে মরণে জনমে জনমে
তুমি নয়নের তারা।
তোমার প্রেমে দিলাম সাড়া
হৃদয় আমার পাগল পারা।
তোমার প্রেমে দিলাম সাড়া
হৃদয় আমার পাগল পারা।
সুরে সুরে কত ডাকা ডাকি
আদরে তোমায় আগলে রাখি।
সুখে দুঃখে তোমার চিরসাথী
হয়ে থাকবো দ্বিবারাত্রি।
সুরে সুরে কত ডাকা ডাকি
আদরে তোমায় আগলে রাখি।
সুখে দুঃখে তোমার চিরসাথী
হয়ে থাকবো দ্বিবারাত্রি।
বুকেরই মাঝে সকাল সাঁঝে
বুকেরই মাঝে সকাল সাঁঝে
তুমি প্রাণ ভোমোরা।
তোমার প্রেমে দিলাম সাড়া
হৃদয় আমার পাগল পারা।
তোমার প্রেমে দিলাম সাড়া
রিদয় আমার পাগল পারা।
অরিজিনাল গান: ক্লিক করুন
আপনার জন্য আরো:
আশাকরি আজকের পোস্ট আপনার ভালো লেগেছে। প্রতিনিয়ত নতুন নতুন টেক রিলেটেড, গানের লিরিক্স,পাসপোর্ট,ড্রাইভিং লাইসেন্স সহ যাবতীয় তথ্য পেতে ভিজি করুন পাসপোর্ট সেবা ব্লগ সাইটে।
0 Comments