Mon Mille Mela Rap Song Lyrics - মন মিললে মেলা বাংলা গান ল্যারিক্স


Mon Mille Mela Rap Song Lyrics -  মন মিললে মেলা বাংলা গান ল্যারিক্স

আসসালামু আলাইকুম! আশাকরি সবাই অনেক অনেক ভালো আছেন। পাসপোর্ট সেবা ব্লগে আপনাকে স্বাগতম। আমরা আজ নতুন একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো।


আপনারা ইতোমধ্যে জানেন যে, আমাদের এই ব্লগে বিভিন্ন ধরনের টেক রিলেটেড পোস্ট শেয়ার করা হয়ে থাকে। তবে আজকের পোস্টটি একটি ব্যতিক্রমি। কারণ আমরা আজ একটি সদ্য রিলিজ হওয়া গানের লিরিক্স নিয়ে পোস্ট করবো। 


আশাকরি আমাদের আজকের পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের আজকের পোস্টের মুল বিষয় হলো “Mon Mille Mela Rap Song Lyrics -  মন মিললে মেলা বাংলা গান ল্যারিক্স

গানের কপিরাইট ক্রেডিট:

  • Song: Mon Mille Mela
  • Singer: Tosiba X Mr Rizan & Sojib Shan
  • Lyrics: Rohan Raj
  • Tune, Music and Programming: Rohan Raj
  • Mix & Master: N/A
  • Label: E-Sound Music
  • Release Date: 18-11-2023

🔔প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

মন মিললে মেলা গান লিরিক্স

মন মিলে মেলা
না মিললে ঝামেলা,
মন মিলে মেলা
না মিললে ঝামেলা।

তোরে ছাড়া জমে না
প্রেমেরই খেলা,
কালা তোরে ছাড়া জমে না
প্রেমের খেলা।

জ্বালা জ্বালা প্রেমে বড়ই জ্বালা
জ্বালা জ্বালা প্রেমে বড়ই জ্বালা।

এত জ্বালা প্রেম করিয়া
তবু কেন তুমি করতে চাও?
সারাদেশে ঢোল পিটাপিডি
আমার লাইগা তুমি নাকি মরতে চাও।

কে জানে কি করে লাও
এ প্রেমের খেলা তো ভালো না,
এত প্যারা তুমি লইতে পারো
এই প্যারা তোমার কোন জ্বালা না।

মাইয়া মানুষের ছলনায়
যে পড়ছে সে বোঝে,
টাইট দিয়ে পরে কোন লাভ হয় না
উরু উড়ো মন খোঁজে।

বোঝে নিজের বুঝ বারে বার
দুঃখের কথা গিয়া কমু কারে আর
নিজের মানুষ বুঝনা হইলে
খেলা খারাপ খেলে খেলোয়ার।

মনের যত গোপন কথা
একলা শুনতে হয়,
রসের পিরিত জমে না
থাকলে মনে ভয়।

ওরে মনের যত গোপন কথা
একলা শুনতে হয়,
রসের পিরিত জমে না
থাকলে মনে ভয়।

চুপি চুপি আসিস গলে পরাবো মালা
চুপি চুপি আসিস গলে পরাবো মালা।

তোরে ছাড়া জমে না
প্রেমেরই খেলা,
কালা তোরে ছাড়া জমে না
প্রেমের খেলা।

জ্বালা জ্বালা প্রেমে বড়ই জ্বালা
জ্বালা জ্বালা প্রেমে বড়ই জ্বালা।

ডানে জ্বালা বামে জ্বালা
জ্বালার নাইকা শেষ,
তোমার মনে কেন এত জ্বালা
তাই এত বেশি লাগে খাস
কেন এত বেশি লাগে পেজ।

কবে কই জানি ভাইগা যায়
ঘুমের ভিতর তুই এত জ্বালাস
আমি ফাল দিয়া জায়গা যাই।

জ্বালা জ্বালা প্রেমে বড়ই জ্বালা
জ্বালা জ্বালা প্রেমে বড়ই জ্বালা।

সুখের কথা সবাই বলে
সুখী কয়জন হয়,
আমি বন্ধু জানি
তুই কভু আমার নয়।

ওরে সুখের কথা সবাই বলে
সুখী কয়জন হয়,
আমি বন্ধু জানি
তুই কভু আমার নয়।

তবু বন্ধু আসিস গলে পরাবো মালা
তবু বন্ধু আসিস গলে পরাবো মালা।

তোরে ছাড়া জমে না
প্রেমেরই খেলা,
কালা তোরে ছাড়া জমে না
প্রেমের খেলা।

জ্বালা জ্বালা প্রেমে বড়ই জ্বালা
জ্বালা জ্বালা প্রেমে বড়ই জ্বালা।

 

অরিজিনাল গান: ক্লিক করুন



আপনার জন্য আরো: 

আশাকরি আজকের পোস্ট আপনার ভালো লেগেছে। প্রতিনিয়ত নতুন নতুন টেক রিলেটেড, গানের লিরিক্স,পাসপোর্ট,ড্রাইভিং লাইসেন্স সহ যাবতীয় তথ্য পেতে ভিজি করুন পাসপোর্ট সেবা ব্লগ সাইটে।

পোস্ট ট্যাগ: Mon Mille Mela Mp3 Download ,Mon Mille Mela Mp3 Song Download 2023,Mon Mille Mela New Song Lyrics, New Song Lyrics 2024, Mon Mille Mela Bangla Song Lyrics,মন মিললে মেলা লিরিক্স, মন মিললে মেলা গান ‍লিরিক্স, মন মিললে মেলা না মিললে ঝামেলা গান লিরিক্স,মন মিললে মেলা না মিললে ঝামেলা গান লিরিক্স,নতুন গানের লিরিক্স ২০২৪, বাংলা গানের লিরিক্স,পুরাতন গানের লিরিক্স,পাগলপারা নতুন গানের লিরিক্স,Mon Mille Mela Na Milne Jhamela new Song Lyrics, Mon Mille Mela Na Milne Jhamela New lyrics, Avraar Sahir New Song Lyrics 2024,Tomara Preme Dilam sara New Song Lyrics 2024, 



Download Now

Post a Comment

0 Comments

Close Menu