বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - Bashundhara Group Job Circular 2023

বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - Bashundhara Group Job Circular 2023


“বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - Bashundhara Group Recruitment Circular 2023” নতুন চাকরির বিজ্ঞপ্তি ২০২৩। ০৭ ডিসেম্বর ২০২৩ কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । “বসুন্ধরা গ্রুপে” নির্দিষ্ট সংখ্যক চাকরির জন্য লোককে নিয়োগ করবে।  “বসুন্ধরা গ্রুপে” চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে/অফলাইনে আবেদন করতে পারবেন।

এই পোস্টের মাধ্যমে আমরা “বসুন্ধরা গ্রুপে” চাকরির নিয়োগ ২০২৩ সার্কুলারটির আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পরীক্ষা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানাবো। তাহলে চলুন “বসুন্ধরা গ্রুপে” চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -এর আলোকে বিস্তারিত জেনে আসি।

বসুন্ধরা গ্রুপে চাকরির বিজ্ঞপ্তি ২০২৩

আপনি কি “কাজী ফার্মস গ্রুপ” চাকরির ‍নিয়োগ বিজ্ঞপ্তি খুজছেন? যদি খুজে থাকেন তাহলে আমি বলবো আপনি সুঠিক জায়গায় এসেছেন। কারণ আমরা প্রতিনিয়ত বিভিন্ন জব সারকুলারের আপডেট আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করে থাকি। আপনি যদি উক্ত পদের জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আজই আবেদন করে ফেলুন।নিম্নে সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে। সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের ওয়েসাইটের সাথেই থাকুন এবং প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন PassportSheba.Com


এক নজরে বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩


HTML Table Generator

প্রতিষ্ঠানের নাম

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

চাকরির ধরন

সরকারি চাকরি 

প্রকাশের তারিখ

৫ ডিসেম্বর ২০২৩ 
পদের সংখ্যা

নির্দিষ্ট নয় 

       বয়সসীমা

১৮-৩০ বছর 
শিক্ষাগত যোগ্যতা   ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ

চাকরির ধরন  ফুলটাইম  

আবেদনের শুরু তারিখ

১০ ডিসেম্বর ২০২৩ 
আবেদনের শেষ তারিখ  ০৯ জানুয়ারি ২০২৪ 
আবেদনের মাধ্যম  অনলাইনে 
নিয়োগ প্রকাশের সূত্র  ঢাকাপোস্ট.কম 

Bashundhara Group Recruitment Circular 2023

চাকরির সংক্ষিপ্ত তথ্যঃ বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘সহকারী প্রকৌশলী’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং, তড়িৎ (ইইই)/যান্ত্রিক/সিভিল/কেমিক্যাল/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)। 
অভিজ্ঞতা: N/A
চাকরির ধরন: ফুল টাইম।
কর্মক্ষেত্র: ঢাকা (মতিঝিল)
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।  বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রার্থীগণের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিখিলযোগ্য।
মাসিক বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা 
অন্যান্য সুবিধা: N/A
অফিশিয়াল ওয়েবসাইটঃ https://bpdb.gov.bd/
নিয়োগ প্রকাশ তারিখ: ৫ ডিসেম্বর ২০২৩
আবেদনের শেষ সময়: ৯ জানুয়ারী ২০২৪

বসুন্ধরা গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বসুন্ধরা গ্রুপে নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ

আপনি যদি বসুন্ধরা গ্রুপে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করুন আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।

আবেদন শুরুর সময়: ১০ ডিসেম্বর ২০২৩
আবেদনের শেষ সময়: ৯ জানুয়ারী ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে

আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন


বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :

বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - Bashundhara Group Recruitment Circular 2023

বসুন্ধরা গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ PDF আকারে সংগ্রহ করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।


বসুন্ধরা গ্রুপে চাকুরীর আবেদন

Bashundhara Group Recruitment Circular 2023 for the post of Assistant Engineer

আপনি কি “বসুন্ধরা গ্রুপে  ” চাকরির জন্য আগ্রহী? আবেদন করতে চান? আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। চাকরির জন্য আবেদন করার আগে, উপরের সমস্ত বসুন্ধরা গ্রুপে  চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ ফর্মগুলি খুব সাবধানে পড়ুন।

বসুন্ধরা গ্রুপে  চাকুরি করতে নিম্নবর্ণিত শর্তবলী আবেদন ফরম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে।

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bpdb.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

  1. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ১০-১২-২০২৩খ্রিঃ, সকাল ১০:০০ ঘটিকা।
  2. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ০৯-০১-২০২৪খ্রিঃ, বিকাল ০৫:০০ ঘটিকা। 

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ ✖প্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ ✖ প্রন্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: 

Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's copy-তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে।

যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে নিয়োগ পরীক্ষার ফিস বাবদ ৬০০/-(ছয়শত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬৯.০০ টাকা, অফেরতযোগ্য সর্বমোট ৬৬৯/- (ছয়শত উনসত্তর) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না"।


প্রথম SMS: BPDB<space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: BPDB ABCDEF

উত্তর: Name of applicant, 669tk will be charged as application fee. Your PIN is 12345678. Pay Fee Type BPDB<Space>Yes<Space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS: BPDB<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: BPDB YES 12345678

উত্তর: Congratulations Applicant Name, BPDB Application Payment completed successfully post xxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bpdb.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। 

**SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

(**) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:

i) ইউজার আইডি জানা থাকলে: BPDB<space>Help<space>User<space>User ID এবং 16222 এ পাঠান। উদাহরণ: BPDB Help User ABCDEF এবং পাঠান 16222 নম্বরে

ii) পিন নম্বর জানা থাকলে: BPDB<space>Help<space>PIN<space>PIN No এবং 16222 নম্বরে পাঠান। উদাহরণ: BPDB Help PIN 12345678 এবং পাঠান 16222 নম্বরে।

(**) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট www.bpdb.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে অথনা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথা www.bpdb.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

(**) Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা alljobs [email protected] এবং [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জব পোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk-এ ম্যাসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/যাসেজ এর subject-a Organization Name: BPDB Post Name:.... Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)

(**) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা খরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।

পোস্ট ট্যাগ: কাজী ফার্মস গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,বিভিন্ন পদে চাকরি দেবে কাজী ফার্মস গ্রুপ বিজ্ঞপ্তি ২০২৩,কাজী ফার্মস স্যালারি,বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অসংখ্য পদে,বসুন্ধরা গ্রুপ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,বসুন্ধরা গ্রুপে সিকিউরিটি নিয়োগ ২০২৩,বসুন্ধরা গ্রুপে ফায়ারম্যান নিয়োগ ২০২৩,বসুন্ধরা টিস্যু নিয়োগ,মেঘনা গ্রুপে নিয়োগ ২০২৩,বসুন্ধরা গ্রুপের হেড অফিস,বসুন্ধরা গ্রুপে সিকিউরিটি নিয়োগ ২০২৩,বসুন্ধরা গ্রুপে ফায়ারম্যান নিয়োগ ২০২৩,আকিজ গ্রুপে নিয়োগ ২০২৩,বসুন্ধরা গ্রুপ জব সার্কুলার ২০২৩,Bashundhara Group Job Circular 2023,Bashundhara Group Job Circular 2024,Bashundhara Group Executive Job Circular 2023,সহকারী প্রকৌশলী পদে বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,চাকরির খবর ২০২৪,


Post a Comment

0 Comments

Close Menu