Ad Code

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে (ট্রেড -০২) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - Bangladesh Army Soldier Job Circular 2024

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে (ট্রেড -০২) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - Bangladesh Army Soldier Job Circular 2024


“সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - Bangladesh Army Soldier Job Circular 2024” নতুন চাকরির বিজ্ঞপ্তি ২০২৪। ০৮ মার্চ ২০২৪ কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । “বাংলাদেশ সেনাবাহিনী ” নির্দিষ্ট সংখ্যক চাকরির জন্য লোককে নিয়োগ করবে। বাংলাদেশ সেনাবাহিনী” চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অফলাইনে/অনলাইনে/ডাকযোগে আবেদন করতে পারবেন।

Bangladesh Army Soldier Job Circular 2024

এই পোস্টের মাধ্যমে আমরা “বাংলাদেশ সেনাবাহিনী” চাকরির নিয়োগ ২০২৪ সার্কুলারটির আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পরীক্ষা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানাবো। তাহলে চলুন “বাংলাদেশ সেনাবাহিনী” চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -এর আলোকে বিস্তারিত জেনে আসি।

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

আপনি কি “বাংলাদেশ সেনাবাহিনী” চাকরির ‍নিয়োগ বিজ্ঞপ্তি খুজছেন? যদি খুজে থাকেন তাহলে আমি বলবো আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ আমরা প্রতিনিয়ত বিভিন্ন জব সারকুলারের আপডেট আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করে থাকি। আপনি যদি উক্ত পদের জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আজই আবেদন করে ফেলুন। নিম্নে সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে। সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের ওয়েসাইটের সাথেই থাকুন এবং প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। পাসপোর্টসেবা

এক নজরে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রতিষ্ঠানের নামবাংলাদেশ সেনাবাহিনী
নিয়োগ প্রকাশের তারিখ ০৮ মার্চ ২০২৪
চলমান নিয়োগ      ০১ টি
পদের সংখ্যা অনির্দিষ্ট জন
বয়সসীমা১৭ - ২০ বছর
শিক্ষাগত যোগ্যতা ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ
চাকরির ধরনডিফেন্স চাকরি
অফিসিয়াল ওয়েব সাইটjoinbangladesharmy.army.mil.bd
আবেদনের শুরু তারিখ ১৪ মার্চ ২০২৪
আবেদনের শেষ তারিখ ০৫ এপ্রিল ২০২৪
আবেদনের মাধ্যম ডাকযোগে/অনলাইনে
নিয়োগ প্রকাশের সূত্র অফিসিয়াল ওয়েবসাইট
সর্বশেষ হালনাগাদ ০৮ মার্চ ২০২৪



বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড -০২ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনী চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে দেখুন
লোকবল নিয়োগ: বিজ্ঞপ্তিতে দেখুন
ট্রেড ২ (বিশেষ পেশা) এর পেশা সমূহঃ কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার এন্ড ডেকোরেটর এবং পেইন্টার।
যোগ্যতাঃ 
  • বয়সঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৭-২০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ০১ (এক) বছর শিথিল যোগ্য।
  • শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ। পেইন্টার এন্ড ডেকোরেটর এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে।
পেশা সংক্রান্ত যোগ্যতা সমূহঃ
  1. কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে রান্নায় পারদর্শী হতে হবে।
  2. টেইলার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে সেলাই এর উপর ন্যূনতম ০৩ (তিন) মাসের প্রশিক্ষণ থাকতে হবে, বিশেষকরে শার্ট ও প্যান্ট সেলাই এ পারদর্শী হতে হবে।
  3. পেইন্টার/পেইন্টার এন্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে।
  4. ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, ব্রাসব্যান্ড ক্ল্যারিনেট, ব্যাগ পাইপ, ট্রামপেট ইত্যাদি) এ পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
জাতীয়তাঃ বাংলাদেশী নাগরিক (পুরুষ ও মহিলা)।
স্বাস্থ্য পরীক্ষাঃ স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য।
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত
সাঁতারঃ সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৫০ মি.)
শারীরিক যোগ্যতাঃ
বিবরণপুরুষ প্রার্থী মহিলা প্রার্থী

উচ্চতা (ন্যূনতম) ক । ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি), খ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটারক। ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি),খ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৫২ মিটার (৫ ফুট ০ ইঞ্চি)



ওজন (ন্যূনতম) ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)। ৪৭ কেজি (১০৪ পাউন্ড)।
বুক ন্যূনতম স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)। স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), স্ফীত ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)।

আবেদনের শুরু সময় : আবেদন শুরু হয়েছে
আবেদনের শেষ সময় : ০৫ এপ্রিল
 ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।


আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিসটি দেখুনঃ

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে (ট্রেড -০২) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - Bangladesh Army Soldier Job Circular 2024

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে (ট্রেড -০২) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - Bangladesh Army Soldier Job Circular 2024

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে (ট্রেড -০২) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - Bangladesh Army Soldier Job Circular 2024

বাংলাদেশ সেনাবাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।


বাংলাদেশ সেনাবাহিনী নতুন নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪


নিয়োগ পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত টাকা) ট্রেজারী চালানের মাধ্যমে “১-৪৪৩২-০০০১-২০৩১ কোডে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা করে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগে আবেদন করার পদ্ধতি, শর্তাবলী ও অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ

ভর্তিচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন (এসএমএস) করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ১৬২২২ নম্বরে এসএমএস প্রেরণ করতে হবেঃ

প্রথম ধাপ

১। ১ম এসএমএসঃ
ক। সকল প্রার্থীঃ SAINIK<space>IST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space> T2 <space> TRADE CODE

উদাহরণঃ SAINIK DHA 236098 2019 34 T2 101 (ঢাকা বোর্ডের জন্য DHA, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU, কারিগরি শিক্ষা বোর্ডের জন্য TEC ইত্যাদি এছাড়াও স্ব স্ব জেলায় সামনে নিম্নেবর্ণিত জেলা কোড এবং ক্রমিক-৭' এ উল্লিখিত ট্রেড কোড অনুযায়ী)।

খ। সেনাসন্তান (SS) প্রার্থীঃ SAINIK<space>IST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space> SST2 <space> TRADE CODE 

উদাহরণ SAINIK DHA 236098 2019 34 SST2 101 (ঢাকা বোর্ডের জন্য DHA, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU, কারিগরি শিক্ষা বোর্ডের জন্য TEC ইত্যাদি এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নেবর্ণিত জেলা এড এবং ক্রমিক-৭' এ উল্লিখিত ট্রেড কোড অনুযায়ী)।
২য় ধাপ
২। দ্বিতীয় এসএমএসঃ প্রথম এসএমএস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করতঃ টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত এসএমএস প্রদান করা হবে। পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিতভাবে ২য় এসএমএস প্রেরণ করতে হবে। উল্লেখ্য, ২য় এসএমএস প্রেরণের সময় সর্বমোট ৩০০/- টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০/-) কর্তন করা হবে বিধায় মোবাইল ব্যালেন্স ৩০০/- টাকার অধিক থাকা আবশ্যক।

দ্বিতীয় এসএমএস: SAINIK<space>YES<space>PIN NUMBER<space>CONTACT MOBILE NUMBER and send to 16222 
উদাহরণ: SAINIK YES 894098 01xxxxxxxxx and send to 16222

মহিলা প্রার্থীদের ক্ষেত্রে SAINIK এর পরিবর্তে FSAINIK টাইপ করে প্রথম ও দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে।

৩য় ধাপ

৩। ২য় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি USER ID Password প্রদান করা হবে। উক্ত USER ID ও Password দ্বারা http://sainik.teletalk.com.bd এ লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ৩০০x৩০০ (দৈর্ঘ্য ও প্রস্থ) pixel এর রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কেবি (kb) এর মধ্যে হতে হবে।

প্রবেশপত্র
অনলাইনে আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না।

প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে। প্রবেশপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না। প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না।

প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে।

হেল্প লাইন

প্রার্থীর USER ID ও Password হারিয়ে গেলে/ ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে শুধুমাত্র টেলিটক মোবাইল হতে ৬৫৯৬ নম্বরে প্রেরণ করতে হবে এক্ষেত্রে চার্জ প্রযোজ্য।

SAINIK<space>HELP<space>SSC BOARD<space>ROLL<space>PASSING YEAR<space>DISTRICT CODE অথবা SAINIK<space>HELP<space>PIN<space> PIN NUMBER and send to 6596

উদাহরণ: SAINIK HELP DHA 236098 2019 34 অথবা SAINIK HELP PIN 894098 and send to 6596

জরুরী প্রয়োজনে কল করুন ১২১ এ শুধুমাত্র টেলিটক নম্বর থেকে (Call 121, Then press 8, then press 1) যে কোন অপারেটর থেকে সরাসরি কল করুন ০১৫০০১২১১২১ এই নম্বরে অথবা ই- মেইল করুন: [email protected]

শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনী জব সার্কুলার ২০২৪

আপনি কি “বাংলাদেশ সেনাবাহিনী” চাকরির জন্য আগ্রহী? আবেদন করতে চান? আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। চাকরির জন্য আবেদন করার আগে, উপরের সমস্ত বাংলাদেশ সেনাবাহিনী পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ ফর্মগুলি খুব সাবধানে পড়ুন।

Bangladesh Army Soldier Job Circular 2024

আপনার জন্য আরো:

  1. প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
  2. বাংলাদেশ পুলিশ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
  3. বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
  4. বাংলাদেশ পুলিশ (সিআইডি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
  5. বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

আমরা বাংলাদেশ সেনাবাহিনী চাকরির বিজ্ঞপ্তি ২০২৪ এবং টেলিটক চাকরির বিজ্ঞপ্তি ২০২৪ সম্পর্কিত সমস্ত তথ্য শেয়ার করেছি। আমরা আশা করি বাংলাদেশ সেনাবাহিনী চাকরির বিজ্ঞপ্তি ২০২৪-এর এই বিস্তারিত নিবন্ধটি আপনাকে সাহায্য করবে। আপনার যদি বাংলাদেশ সেনাবাহিনী চাকরির বিজ্ঞপ্তি ২০২৪ সম্পর্কে কোন প্রশ্ন থাকে, অনুগ্রহ করে নির্দ্বিধায় মন্তব্য বক্সের মাধ্যমে জিজ্ঞাসা করুন।

পোস্ট ট্যাগ: বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2024,বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে (ট্রেড -০২) নিয়োগ ২০২৪,বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ pdf,বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে (ট্রেড -০২) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ পিডিএফ,বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন পত্র,বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ pdf,Bangladesh Armyh Apply online,Bangladesh Army Job Circular 2024,Bangladesh Army Soldier new job circular 2024 pdf,Bangladesh Army Soldier job circular 2024 apply online

Post a Comment

0 Comments

Close Menu