বিশ্বের সকল মুসলিমদের কাছে সিয়ামের মাসটি অত্যান্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ মাস। এই মাসে সকল মুসলিমগন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সিয়াম পালন করে থাকে।
এই মাসের আরো একটি গুরুত্বপূর্ণ দিক হলো সাহরী ও ইফতার। রোজার শুরুতে সাহরী ও শেষে ইফতারি একটি গুরুত্বপূর্ণ দিক। এই কাজটি করার জন্য অবশ্যই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। তাই সবারই উচিৎ এই নির্দিষ্ট সময় মেনে সাহরী ও ইফতার করা উচিৎ।
আর এ জন্য অবশ্যই সাহরী ও ইফতারের সময় সূচি জানা অত্যান্ত প্রয়োজন। আর এই জন্য পাসপোর্ট সেবা ব্লগ আপনাদের জন্য নিয়ে এসেছে সকল জেলার সাহরী ও ইফতারের সময়সূচী নিয়ে।
সেহরী ও ইফতারঃ বাংলাদেশের ৬৪ জেলার সাহরী ও ইফতারির সময় সূচী ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকিাশিত হয়েছে। ৬৪ জেলার মধ্যে কোন কোন জেলায় কোন কোন সময় সেট উল্লেখ করে এমনকি কোনো কোনো জেলার সময় একটি আগে পিছে করার প্রয়োজন হলে সেটি সময়সূচীতে উল্লেখ করে।
কিন্তু অনেকে এই বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝতে পারেনা এই জন্যই আমাদের আজকের পোস্টটি শেয়ার করা। আশাকরি আজকের পোস্টের মাধ্যমে সবাই সাহরী ও ইফতারির সময়সূচী সম্পর্কে কোনো ধরণের দ্বিধাদন্দ থাকবে না।
সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪ (সকল জেলা)
পবিত্র শাওয়ার চাঁদ দেখা সাপেক্ষে এবার চলতি বছর ১২বা ১৩ মার্চ রমজান শুরু হওয়ার কথা রয়েছে। তবে ইসলামিক ফাউন্ডেশন ১৩ই মার্চ ২০২৪ তারিখ থেকে রমজান মাস শুরু মনে করে সাহরী ও ইফতারীর সমসয়সূচী তৈরি করেছে। যা বাংলাদেশে চুড়ান্ত বলে শিকৃত ও সমাদৃত।
👉👉বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে (ট্রেড -০২) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
গত ৮ মাচ বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে মহাপরিচালক সাক্ষরিত এই সময়সূচিটি প্রকাশ করেছে।
রমজান ক্যালেন্ডার ২০২৪ বাংলাদেশ
পবিত্র মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের ঘরে ঘরে শান্তি,রহমত,বরকত,মাগফিরাত নিয়ে মাঝে আসতে চলেছে মহিমান্বিত রমজান মাস। এই রমজান মাসে সিয়াম তথা রোজার অনেক ফজিলত রয়েছে। এটি ইসলামের ফরজ একটি স্তম্ভ। এই এবাদতের পুরুষ্কার মহান আল্লাহ তায়ালা নিজ হাতে দিবেন। তো যাইহোক চলুন তাহলে জেনে নিই সকল জেলার রমজানের ক্যালেন্ডার সম্পর্কেঃ
Ramadan Calender 2024/Ramadan Cakender 2024 Bangladesh
শেষকথাঃ সিয়াম সাধনা তথা রোজার মাস আমাদের মাঝে অবস্থান করছে। ইসলামিক ফাউনন্ডেশনের তথ্য হতে জানা যায় যে, এবারও ৩০টি রমজান হওয়ার সম্ভবণা রয়েচে। সেই অনুসারে ৩০টি রোজার তথ্য ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করেছে। তো যাইহোক হইতো সবাই রোজার সাহরী ও ইফতারির সময়সূচি পেয়ে গেছেন। আমাদের আজকের পোস্ট এই পর্যন্তই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
0 Comments