Poran Lyrics Imran Mahmudul | Kona - পরান লিরিক্ম ইমরান মাহমুদুল

Poran Roina Porane Lyrics Musfiq R Farhan - Poran Lyrics Imran Mahmudul - পরান গান লিরিক্ম ইমরান মাহমুদুল



আসসালামু আলাইকুম! আশাকরি সবাই অনেক অনেক ভালো আছেন। পাসপোর্ট সেবা ব্লগে আপনাকে স্বাগতম। আমরা আজ নতুন একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো।


আপনারা ইতোমধ্যে জানেন যে, আমাদের এই ব্লগে বিভিন্ন ধরনের টেক রিলেটেড পোস্ট শেয়ার করা হয়ে থাকে। তবে আজকের পোস্টটি একটি ব্যতিক্রমি। কারণ আমরা আজ একটি সদ্য রিলিজ হওয়া গানের লিরিক্স নিয়ে পোস্ট করবো। 

Poran Roina Porane Lyrics Musfiq R Farhan

আশাকরি আমাদের আজকের পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের আজকের পোস্টের মুল বিষয় হলো “Poran Lyrics Imran Mahmudul | Kona - পরান লিরিক্ম ইমরান মাহমুদুল

গানের কপিরাইট ক্রেডিট:

  • Song: Poran (পরান)
  • Singer: Imran Mahmudul And Kona
  • Lyrics: Ahmed Risvy
  • Director : Muhammad Miftah Anaan
  • Tune, Music and Programming: Najir Mahamud
  • Mix & Master: N/A
  • Music Arrangement : Sojib Das
  • Label: Sultan Entertainment
  • Drama : Ek Nojor Na Dekhle Tare
  • Release Date: 18-20-2024

পরান রয় না পরানে গানের লিরিক্স মুসফিক আর ফারহান

🔔প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

পরান গান লিরিক্স ইমরান মাহমুদুল

আমি মন বাঁনধিলাম, মন বাঁনধিলাম
বন্ধুয়ারও সনে রে বন্ধুয়ারও সনে।
আমার দেহ তরী রিত মানে না
যায় শুধু উজানে রে, যায় শুধু উজানে।

আমি মন বাঁনধিলাম, মন বাঁনধিলাম
বন্ধুয়ারও সনে রে, বন্ধুয়ারও সনে।
আমার দেহ তরী রিত মানে না
যায় শুধু উজানে রে, যায় শুধু উজানে।

এখন আমি কি যে করি
নিজের ভেতর নিজে মরি,
এখন আমি কি যে করি
নিজের ভেতর নিজে মরি,
তারে না দেখিলে আমার
পরান রয় না পরানে,
পরান রয় না পরানে।

আমি মন বাঁধিলাম, মন বাঁধিলাম
বন্ধুয়ারও সনে রে বন্ধুয়ারও সনে।

এ জনমে শুধু নয়
পর জনমেও তারে চাই,
সে যদিনা হয় গো আমার
বেঁচে থাকার অর্থ নাই।

এ জনমে শুধু নয়
পর জনমেও তারে চাই,
সে যদিনা হয় গো আমার
বেঁচে থাকার অর্থ নাই।

একটু চোখের আড়াল হলে
ব্যাথার আগুন বুকে জ্বলে,
একটু চোখের আড়াল হলে
ব্যাথার আগুন বুকে জ্বলে,

তারে না দেখিলে আমার
পরান রয় না পরানে,
পরান রয় না পরানে।

আমি মন বাঁনধিলাম, মন বাঁনধিলাম
বন্ধুয়ারও সনে রে বন্ধুয়ারও সনে।

আদর করে রাখবো তারে
বুকের ভেতর যতনে,
একইসঙ্গে থাকবো দুজন
জীবন থেকে মরণে।

আদর করে রাখবো তারে
বুকের ভেতর যতনে,
একইসঙ্গে থাকবো দুজন
জীবন থেকে মরণে।

কি মায়া দিলো সে মোরে
মন উদাসী রয়না ঘরে,
কি মায়া দিলো সে মোরে
মন উদাসী রয়না ঘরে,

তারে না দেখিলে আমার
পরান রয় না পরানে,
পরান রয় না পরানে।

আমি মন বাঁনধিলাম, মন বাঁনধিলাম
বন্ধুয়ার সনে রে বন্ধুয়ার সনে।

 

অরিজিনাল গান: ক্লিক করুন


আপনার জন্য আরো: 

আশাকরি আজকের পোস্ট আপনার ভালো লেগেছে। প্রতিনিয়ত নতুন নতুন টেক রিলেটেড, গানের লিরিক্স,পাসপোর্ট,ড্রাইভিং লাইসেন্স সহ যাবতীয় তথ্য পেতে ভিজিট করুন পাসপোর্ট সেবা ব্লগ সাইটে।

পোস্ট ট্যাগ: Poran Mp3 Download ,Poran Mp3 Song Download 2024,Poran New Song Lyrics,Poran Roina Porane New Song Lyrics 2024, Poran Roina Porane Bangla Song Lyrics,পরান গান লিরিক্স, পরান গান ‍লিরিক্স, পরান রয় না পরানে গান লিরিক্স,পরান রয় না পরানে গান লিরিক্স,নতুন গানের লিরিক্স ২০২৪, বাংলা গানের লিরিক্স,পুরাতন গানের লিরিক্স,পরান রয় না পরানে নতুন গানের লিরিক্স,Poran Roina Porane new Song Lyrics, Poran Roina Porane New lyrics, Poran New Song Lyrics 2024,Poran New Song Lyrics 2024, Poran Lyrics Imran Mahmudul , imran Mahmudul  New Song Lyrics, Imran Mahmudul Song Lyrics,Ek Nojor Na Dekhle Tare Natok Song Lyrics,Ek Nojor Na Dekhle Tare New Natok Musfiq r farhan,Ek Nojor Na Dekhle Tare natok Song,পরান লিরিক্ম ইমরান মাহমুদুল , পরান লিরিক্ম মুশফিক আর ফারহান

Post a Comment

0 Comments

Close Menu